ভূমিকাঃ
একটি অঞ্চলের গৌরব তার মানুষে। নেত্রকোণা সেই অর্থে এক অনন্য জনপদ। সাহিত্যে হুমায়ুন আহমেদ, সংগীতে বাউল রশিদ উদ্দিন, রাজনীতিতে মনি সিং কিংবা গবেষণায় শৈলরঞ্জন মজুমদার—এখানে জন্ম নিয়েছেন অনেক শ্রদ্ধেয় গুণীজন। এই সিরিজে আমরা জানবো তাদের জীবন, অবদান এবং উত্তরসূরীদের জন্য রেখে যাওয়া প্রেরণার কথা।
নেত্রকোণা সদর বারহাট্টা আটপাড়া কেন্দুয়া মদন মোহনগঞ্জ পূর্বধলা দুর্গাপুর কলমাকান্দা খালিয়াজুরী