নেত্রকোণার দর্শনীয় স্থানসমূহ

ভূমিকাঃ 

নেত্রকোণা যেন প্রকৃতির আঁকা এক জলরঙ ছবি। এখানে আছে বিজয়পুরের চিনামাটির পাহাড়, হাওরজলভরা খালিয়াজুরী মদন, মোহনগঞ্জ, আছে পাঁচগাঁও পাহাড় আর পাহাড়ি গারো সম্প্রদায়ের ছায়াঘেরা গ্রাম। এই পর্বে আমরা ঘুরে দেখবো নেত্রকোণার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানসমূহ—যা শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্যও।

সিরিজসমূহঃ 


নবীনতর পূর্বতন