আঞ্চলিক পাসপোর্ট অফিস, নেত্রকোণা

 


প্রতিষ্ঠানের নাম - আঞ্চলিক পাসপোর্ট অফিস, নেত্রকোণা 

 প্রতিষ্ঠানের বিবরণ - আঞ্চলিক পাসপোর্ট অফিস, নেত্রকোণা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ শাখা। এ অফিসটি নেত্রকোণা জেলার নাগরিকদের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) ও ই-পাসপোর্ট সেবা প্রদান করে থাকে। সাধারণ, জরুরি ও অতি জরুরি পাসপোর্ট আবেদন, নবায়ন, তথ্য সংশোধনসহ বিভিন্ন নাগরিক সেবা এই অফিসের মাধ্যমে সরবরাহ করা হয়। নাগরিকদের সময়োপযোগী ও দক্ষ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই অফিস নিয়মিত কার্যক্রম পরিচালনা করে থাকে।

 ঠিকানা - আমতলা রোড, ইসলামপুর ।

 গুগল ম্যাপ - 

নবীনতর পূর্বতন