নাটক ও যাত্রায় নেত্রকোণা – লোকসাহিত্যের জীবন্ত রূপ
একসময় মহুয়া পালা, রূপবান, কমলার বনবাস এই যাত্রার প্রতিটি সংলাপে এই অঞ্চলের প্রধান বিনোদনের ম্যাধ্যম। ময়মনসিংহ গীতিকার উৎস নেত্রকোণাতেই। এখানকার যাত্রাশিল্পীরা যুগ যুগ ধরে দর্শকদের মুগ্ধ করেছেন।
এই পর্বে জানবো নাট্যচর্চা, যাত্রার গীত এবং শিল্পীদের সংগ্রামের কথা।